মদীনাতুল উলুম কামিল মাদরাসা

مدينة العلوم كميل مدرسة

# মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবাণীতে ”জাতীয় শিক্ষা সপ্তাহ 2022” প্রতিযোগিতায় মদীনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহী সমগ্র দেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান(মাদ্রাসা) নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে গভর্ণিংবডিসহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী কে অভিনন্দন ও ধন্যবাদ /span> # # আলিম 2022 পরীক্ষার ফরম ফিলাপ এর কার্যক্রম 08-06-2022 থেকে 18-06-2022 তারিখ র্পযন্ত চলমান থাকবে # # # মদীনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহী এর নতুন সাইট উদ্বোধন উপলক্ষে অধ্যক্ষের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। #
ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ
المسجد الحرام
المدينة المنورة
Madinatul Ulum Kamil Madrasah
Madinatul Ulum Kamil Madrasah
2nd Campus Building
Our Library
Meeting on the occasion of 7th March
Previous
Next

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

প্রতিষ্ঠান প্রধানের বাণী

“পড় তোমার প্রভূর নামে” আল্লাহ্ পাকের এই অমীয় বাণী মানব জাতিকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া ও আখিরাতের সকল তার দ্বারপ্রান্তে পৌছার শিক্ষা অর্জনের জন্য উজ্জিবিত করে। সুশীল সমাজের সুশিক্ষিত গভর্ণিং বডির তত্তাবধানে উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হওয়ায় মাদরাসাটির শ্রেষ্ঠ ফলাফলের ভিত্তিতে অনেকবার Top Ten এর অর্ন্তভূক্ত হয়েছে এবং ১৯৯৬ সালে ও ২০০২ সালে মাদরাসাটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দু’বার পুরস্কৃত হয়ে মেডেল প্রাপ্ত হয়েছে। তাছাড়া মাদরাসাটি ২০১০ সালে সরকারী ভাবে মডেল মাদরাসা হিসাবে স্বীকৃতি লাভ করেছে। এখান থেকে পাশ করে ছাত্র-ছাত্রীরা মেডিকেল, বুয়েট, রুয়েট, মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংসহ বিশ্ববিদ্যালয় সমূহে বিভিন্ন বিভাগে ভর্তি হয়ে থাকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে ও সমগ্র দেশে গুরুত্বপূর্ণ উচ্চ পদে কর্মরত আছে।

Online Class