بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
প্রতিষ্ঠান প্রধানের বাণী
“পড় তোমার প্রভূর নামে” আল্লাহ্ পাকের এই অমীয় বাণী মানব জাতিকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া ও আখিরাতের সকল তার দ্বারপ্রান্তে পৌছার শিক্ষা অর্জনের জন্য উজ্জিবিত করে। সুশীল সমাজের সুশিক্ষিত গভর্ণিং বডির তত্তাবধানে উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হওয়ায় মাদরাসাটির শ্রেষ্ঠ ফলাফলের ভিত্তিতে অনেকবার Top Ten এর অর্ন্তভূক্ত হয়েছে এবং ১৯৯৬ সালে ও ২০০২ সালে মাদরাসাটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দু’বার পুরস্কৃত হয়ে মেডেল প্রাপ্ত হয়েছে। তাছাড়া মাদরাসাটি ২০১০ সালে সরকারী ভাবে মডেল মাদরাসা হিসাবে স্বীকৃতি লাভ করেছে। এখান থেকে পাশ করে ছাত্র-ছাত্রীরা মেডিকেল, বুয়েট, রুয়েট, মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংসহ বিশ্ববিদ্যালয় সমূহে বিভিন্ন বিভাগে ভর্তি হয়ে থাকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে ও সমগ্র দেশে গুরুত্বপূর্ণ উচ্চ পদে কর্মরত আছে।