# মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবাণীতে ”জাতীয় শিক্ষা সপ্তাহ 2022” প্রতিযোগিতায় মদীনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহী সমগ্র দেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান(মাদ্রাসা) নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে গভর্ণিংবডিসহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী কে অভিনন্দন ও ধন্যবাদ /span> # # আলিম 2022 পরীক্ষার ফরম ফিলাপ এর কার্যক্রম 08-06-2022 থেকে 18-06-2022 তারিখ র্পযন্ত চলমান থাকবে # # # মদীনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহী এর নতুন সাইট উদ্বোধন উপলক্ষে অধ্যক্ষের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। #

মদীনাতুল উলুম কামিল মাস্টার্স মাদরাসা, রাজশাহী

ইসলামপুর (দেবীশিংপাড়া-উপরভদ্রা) ডাক: কাজলা, থানা: বোয়ালিয়া, রাজশাহী।
ফোন নং- ০৭২১-৭৫১১৩৮, মোবাঃ ০১৭১৩-৭৬০৪০২ (অধ্যক্ষ)

পাঠ পরিকল্পনা-২০২০

শ্রেণীঃ ৩য়

অর্ধ বার্ষিক ও বার্ষিক পরীক্ষায় ১০০ নম্বরের প্রশ্ন তৈরী করা হবে। তা থেকে অর্ধ বার্ষিক পরীক্ষায় ৪০ নম্বর এবং টিউটোরিয়াল ১০ নম্বর, বার্ষিক পরীক্ষায় ৪০ নম্বর এবং টিউটোরিয়াল ১০ নম্বর গ্রহনের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে। উল্লেখ্য যে, টিউটোরিয়াল পরীক্ষার বিষয় ভিত্তিক শিক্ষকগণের পরামর্ম অনুযায়ী নিজ নিজ ক্লাসে অনুষ্ঠিত হবে। অর্ধ বার্ষিক ও টিউটোরিয়াল পরীক্ষায় আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে।
বিষয়ঃ গনিত

প্রশ্নের ধারা ও মান বন্টন :পূর্ণমান- ১০০

১. ১২ টি প্রশ্ন থাকবে ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে ১০x১০=১০০
  • পাঠ্য সূচী:
    • অর্ধ বার্ষিক পরীক্ষা : আকাইদ : ১ম অধ্যায় হতে নবম অধ্যায় পর্যন্ত।
    • বার্ষিক পরীক্ষা : বাকী অংশসহ সম্পুর্ন বই।
বিষয়ঃ বিজ্ঞান

প্রশ্নের ধারা ও মান বন্টন :পূর্ণমান- ১০০

১. রচনামূলক প্রশ্ন ৩x১৫=৪৫
২. সংক্ষিপ্ত প্রশ্ন ৫x৭=৩৫
৩. শূন্যস্থান পূরণ ২x৫=১০
৪. সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন ২x৫=১০
  • পাঠ্য সূচী:
    • অর্ধ বার্ষিক পরীক্ষা : ১ম অধ্যায় হতে ৪র্থ অধ্যায় পর্যন্ত।
    • বার্ষিক পরীক্ষা : বাকি অংশসহ সম্পূর্ন বই।
বিষয়ঃ কুরআন ও তাজভীদ

প্রশ্নের ধারা ও মান বন্টন :পূর্ণমান- ১০০

১. শব্দার্থ লিখা ১০ টি ১০x১ = ৪০
২. এক কথায় উত্তর ১০ টি ১০x১ = ১০
৩. বড় প্রশ্ন লিখা ৫ টি ৫x১০ = ৫০
৪. ছোট প্রশ্ন রিখা ২ টি ৫x২ = ১০
৫. শুন্যস্থান পূরন করা ৫ টি ৫x২ = ১০
৬. সঠিক উত্তর লিখা ৫ টি ৫x২ = ১০
  • পাঠ্য সূচী:
  • অর্ধ বার্ষিক পরীক্ষা :
    • (ক) কুরআন : ৫ নং পৃষ্ঠা হতে ২১ নং পৃষ্ঠার সূরাতুল ফাজর পর্যন্ত।
    • সুরাহ হেফজ করা : ৩৭ নং পৃষ্ঠার সূরাতুল ফাতেহা হতে ৩৯ নং পৃষ্ঠার সূরাতুল কুরাইশ পর্যন্ত।
    • (গ) তাজভীদ : ৪৫ নং পৃষ্ঠার ৩য় অধ্যায় ১ম পাঠ হতে ৫৮ পৃষ্ঠার নূন সাকিন ও তানভীনসহ। হতে ৩৬ নং পৃষ্ঠা পর্যন্ত।
    • (ঘ) নূরানী পদ্ধতি : ৯০ পৃষ্ঠার নূরানী হাদীস শরীফের ১ নং হাদীস হতে ৯১ নং পৃষ্ঠার ১৩ নং হাদীস পর্যন্ত।
  • বার্ষিক পরীক্ষা :
    • (ক) কুরআন : ২২ নং পৃষ্ঠার সূরাতুল বালাদ থেকে ৩৪ পৃষ্ঠার সূরাতুল হুমাযাহ পর্যন্ত।
    • সূরাহ হিফয করা : ৪০ নং পৃষ্ঠার সূরাতুল কাফিরুন হতে ৪২নং পৃষ্ঠার সূরাতুন নাস পর্যন্ত।
    • (খ) তাজভীদ : ৫৯ নং পৃষ্ঠার মীম সাকিন হতে ৬২ নং পৃষ্ঠার ওয়াজিব গুন্নহু পর্যন্ত।
    • (গ) নূরাণী পদ্ধতি : ৯২ নং পৃষ্ঠার ১৪ নং হাদীস হতে ৯৩ নং পৃষ্ঠার ২৬ নং হাদীস পর্যন্ত।
বিষয়ঃ সমাজবিজ্ঞান

প্রশ্নের ধারা ও মান বন্টন :পূর্ণমান- ১০০

১. সঠিক উত্তরের টিক চিহ্ন দাও ৫x২ = ১০
২. ডান অংশের সাথে বাম অংশ মিলিয়ে লিখ ৫ টি ৫x২ = ১০
৩. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ৫ টি ৫x৭=৩৫
৪. বড় প্রশ্ন ৩ টি ৩x১৫ = ৪৫
  • পাঠ্য সূচী:
    • অর্ধ বার্ষিক পরীক্ষা : ১ নং পৃষ্ঠা হতে ৩৩ পৃষ্ঠা পর্যন্ত।
    • বার্ষিক পরীক্ষা : ৩৪ নং পৃষ্ঠা হতে ৫৬ নং পৃষ্ঠা সহ সম্পূর্ন বই।
বিষয়ঃ বাংলা

প্রশ্নের ধারা ও মান বন্টন :পূর্ণমান- ১০০

১. শব্দার্থ লিখন (পদ্য ও গদ্য) ১০ টি ১০
২. বাক্য গঠন করা ৫ টি ৫x২ = ১০
৩. মুখস্থ কবিতা ৮ লাইন ১০
৪. প্রশ্নোত্তর ৫ টি ৫x৫ = ২৫
৫. সাধারন জ্ঞান ৫ টি ৫x৩ = ১৫
৬. শুন্যস্থান পূরণ ৫ টি ৫x২ = ১০
৭. ব্যকরণ ১০
৮. রচনা ১ টি ১০
  • পাঠ্য সূচী : :
    • অর্ধ বার্ষিক পরীক্ষা :
      • (ক) বাংলা সাহিত্য
      • (খ) ব্যাকরণ : ব্যাকরণ, বাংলা ব্যাকরন, ভাষা, বাক্য পদ, বচন।
      • (খ) রচনা : আমাদের মাদরাসা সত্যবাদিতা, আমার মা, গরু, পাট, স্বস্থ্যই সম্পদ।
      • (ঘ) সাধারণ জ্ঞান : ৭ নং পৃষ্ঠা হতে ৩৭ নং পৃষ্ঠা
    • বার্ষিক পরীক্ষা :
      • (ক) বাংলা সাহিত্য
      • (খ) ব্যাকরণ : লিঙ্গ, বিপরীত শব্দ ও পূর্ব পাঠের পূণরালোচনা
      • (খ) রচনা : আমার জীবনের লক্ষ্য ও পৃর্ব পাঠের পূনরালোচনা।
      • (ঘ) সাধারণ জ্ঞান : সম্পুর্ণ বই।
বিষয়ঃ ইংরেজী

প্রশ্নের ধারা ও মান বন্টন :পূর্ণমান- ১০০

1. Word meaning : (English to Bangla) any 4 4
2. Word meaning : (Bangla to English ) any 4 4
3. Translate into Bangle : any 5 5X2=10
4. Make Sentences: any 4 8
5. Fill in the blanks : any 4 8
6. Translate into English : any 4 8
7. write a poem
8. Write the name of Twelve month in English of Seven days in English 8
9. Grammar : any 4 16
10. Essay: any one 6
11. World meaning : any six (Rapid) 6
12. Answer the folling question : any two (Rapid) 5
13. Translate in Bangla (Rapid) 6
  • পাঠ্য সূচী : :
    • অর্ধ বার্ষিক পরীক্ষা : ১ম অধ্যায় হতে ১৬ অধ্যায় পর্যন্ত।
    • বার্ষিক পরীক্ষা : ১৭ অধ্যায় হতে সম্পূর্ন বই।
বিষয়ঃ আকাইদ ও ফিকহ

প্রশ্নের ধারা ও মান বন্টন :পূর্ণমান- ১০০

১. বড় প্রশ্ন ৪ টি ৪x১৫=৪৫
২. ছোট প্রশ্ন ২ টি ২x১০=২০
৩. সাজিয়ে লিখা ৫ টি ৫x২=১০
৪. শূনস্থান পূরণ ৫ টি ৫x২=১০
  • পাঠ্য সূচী:
  • অর্ধ বার্ষিক পরীক্ষা :
    • আকাইদ : ১ম অধ্যায় ১ নং পৃষ্ঠা হতে ৭ নং পৃষ্ঠা পর্যন্ত।
    • ফিকহ : ১ম অধ্যায়: ১৩ নং পৃষ্ঠা হতে ২৫ পৃষ্ঠা পর্যন্ত।
  • বার্ষিক পরীক্ষা :
    • আকাইদ ও ফিকহ : বাকী অংশসহ সম্পূর্ন বই।
বিষয়ঃ আরবী সাহিত্য

প্রশ্নের ধারা ও মান বন্টন :পূর্ণমান- ১০০

১. শব্দার্থ ১০ টি ১০x২=২০
২. বাংলায় অনুবাদ যে কোন ২ টি ১০x২=২০
৩. আরবীতে অনুবাদ লিখা ১০ টি ১০x২=২০
৪. বাক্য গঠন ৫ টি ৫x২=১০
৫. শুন্যস্থান পূরণ ৫ টি ৫x২=১০
৬. আরবীতে ইত্তর/দিন, মাস, সংখ্যা ইত্যাদি ২০
  • পাঠ্য সূচী:
    • অর্ধ বার্ষিক পরীক্ষা :১ নং পৃষ্ঠা হতে ৩১ নং পৃষ্ঠা পর্যন্ত।
    • বার্ষিক পরীক্ষা : ৩২ নং পৃষ্ঠা হতে ৬০ নং পৃষ্ঠা পর্যন্ত।
  • (বি:দ্র: অনুশীলনী এর বাহিরেও শিক্ষকগণ প্রশ্ন করতে পারবেন।):