পাকা তৃতল ভবন বিশিষ্ট মাদরাসাটিতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা এবং শিক্ষিকাবৃন্দ, শিক্ষকমন্ডলী, অফিস, লাইব্রেরী, বিজ্ঞানাগার ও কম্পিউটারের জন্য পৃথক পৃথক কক্ষ এবং ২৩টি ক্লাসরুমসহ মোট ৩১টি কক্ষ রয়েছে। মাদরাসার প্রাণকেন্দ্রে রয়েছে একটি বিশাল মসজিদ। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য পৃথক-পৃথক ১১টি স্বাস্থ্যসম্মত সেনেটারী টয়লেট ও ২টি ভি.আই.পি বাথরুম ও টয়টেল রয়েছে। এছাড়া একটি বিরাট অজুখানা আছে। আরও কক্ষ নির্মাণের পরিকল্পনা রয়েছে।