Upar Vadra, P.O.- Kazla, P.S.- Boalia, Rajshahi
# মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবাণীতে ”জাতীয় শিক্ষা সপ্তাহ 2022” প্রতিযোগিতায় মদীনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহী সমগ্র দেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান(মাদ্রাসা) নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে গভর্ণিংবডিসহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী কে অভিনন্দন ও ধন্যবাদ /span> # # আলিম 2022 পরীক্ষার ফরম ফিলাপ এর কার্যক্রম 08-06-2022 থেকে 18-06-2022 তারিখ র্পযন্ত চলমান থাকবে # # # মদীনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহী এর নতুন সাইট উদ্বোধন উপলক্ষে অধ্যক্ষের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। #

অবকাঠামো

পাকা তৃতল ভবন বিশিষ্ট মাদরাসাটিতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা এবং শিক্ষিকাবৃন্দ, শিক্ষকমন্ডলী, অফিস, লাইব্রেরী, বিজ্ঞানাগার ও কম্পিউটারের জন্য পৃথক পৃথক কক্ষ এবং ২৩টি ক্লাসরুমসহ মোট ৩১টি কক্ষ রয়েছে। মাদরাসার প্রাণকেন্দ্রে রয়েছে একটি বিশাল মসজিদ। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য পৃথক-পৃথক ১১টি স্বাস্থ্যসম্মত সেনেটারী টয়লেট ও ২টি ভি.আই.পি বাথরুম ও টয়টেল রয়েছে। এছাড়া একটি বিরাট অজুখানা আছে। আরও কক্ষ নির্মাণের পরিকল্পনা রয়েছে।